লক্ষ্মীপুরে সিএনজি বাই সাইকেল সংঘর্ষে আহত ৬

received_709952404585481.jpeg

মো:রাসেল,স্টাফ রিপোর্টার :

লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জে মান্দারী ইউনিয়নে
গন্ধব্যপুর ইসলামিয়া আলিম

মাদ্রাসার দাখিল-২৪ পরীক্ষার্থীদের একটি সিএনজি সড়ক দুর্ঘটনা শিকার হয়। (১৫ফেব্রুয়ারি)২৪,বৃহস্পতিবা

র, সকাল ৯ ঘটিকার সময়। এই দুর্ঘটনা হয়। জানা যায় দিগুলী রমারখীলের আগে একটি বাইসাইকেল কে ওভারটেক,

করতে গিয়ে বাহিরে একটি গাছের সাথে পরে দুমড়ে মচুকে যায়। এতে ৬ জন আহতর খবর পাওয়া যায়। গন্ধব্যপুর মাদ্রাসার প্রিন্সিপাল

ওমর ফারুক জানায়। সবাইকে হাসপাতালে ভর্তি করা হয় পরের ট্রিটমেন্ট শেষে তাদের কে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। টিউনো ও ডিসি মহোদয়ের সাথে। কথা বলিয়ে তাদের কে আলাদা আলাদা বেডের ব্যবস্থা করে দেওয়া হয়।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top