স্টাফ রিপোর্টার,ইমদাদুল ইসলাম:-
আসন্ন মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান ব্যাপক গণসংযোগ করেছেন। গতকাল শুক্রবার দুপুর থেকে উপজেলার বুল্লা ইউনিয়নের ধনকুড়া, মাল্লা, পাটুলী গ্রামের সর্বস্তরের জনসাধারণের সঙ্গে মত বিনিময় করেন।
এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও ২নং চৌমুহনী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সাবেক১নং ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান সামসুল ইসলাম কামাল, বিএনপির যুগ্ম সম্পা দক চৌধুরী ফজলে ইমাম সুমন, মিছির আলী, ফজলুর রহমান, এস.এম ইকরাম প্রমুখ।
বিগত দিনে উপজেলা পরিষদের পক্ষ থেকে গ্রামীন রাস্তাঘাট উন্নয়নে সন্তোষ প্রকাশ করে আসন্ন নির্বাচনে সৈয়দ মোঃ শাহজাহানকে বিপুল ভোটে বিজয়ী করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।