মো:ফিরোজ,বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার মূলভূখন্ড থেকে বিচ্ছিন্ন ও চারদিক নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরনিমদী-চরআলগী গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া আলগী খালের ওপর লোহার এ্যাঙ্গেলে নির্মিত ব্রিজটি দীর্ঘ সাত বছরেও সংস্কার না হওয়ায় ব্রিজটি এখন মরনফাঁদে পরিনত হয়েছে। ব্রিজের অধিকাংশ ¯øাব ধ্বসে যাওয়ায় চন্দ্রদ্বীপের প্রায় ১৮/২০ হাজার মানুষ চরম ঝুকি নিয়ে চলাচল করছেন। প্রতিনিয়ত ভোগান্তি শিকার হচ্ছেন স্কুল ও মাদ্রাসাগামী শিক্ষার্থীসহ মহিলা,শিশু ও বয়বৃদ্ধরা।
সরেজমিনে দেখা গেছে, লোহার এ্যাঙ্গেলে নির্মিত ব্রিজটির অধিকাংশ ¯øাব ধ্বসে গেছে। দু’পাশের লোহার এাঙ্গেলগুলো মরিচাপড়া ও আকাবাকা । ব্রিজটির ¯øাব ভেঙে ও লোহার এ্যাঙ্গেল ক্ষতিগ্রস্থ’ হওয়ায় চলাচলের জন্যে স্থানীয়রা কলা গাছ, গাছের ডাল, বাঁশ ও কাঠের তক্তা দিয়ে কোনরকম ভাবে মেরামত করলেও সংস্কার কিংবা পূন:নির্মাণের কোন ব্যাবস্থা নেওয়া হচ্ছে না। ফলে খালের দু’পাশের চর রায়সাহেব, চরমিয়াজন, চরনিমদী, কিসমত,পাঁচখাজুরিয়া, চরকচুয়ার হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করে ।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ দুলাল হোসেন বলেন, ব্রিজটি ৭ বছর আগে নির্মাণ করা হলেও ব্রিজটির এখন করুন অবস্থা। এ্যাঙ্গেল আকা-বাকা হয়ে হেলে পড়েছে। সিমেন্টের ¯øাব ভেঙে যাচ্ছে। গাছের ডাল, কাঠ, বাঁশ দিয়ে মেরামত করা হলেও তা বেশি দিন স্থায়ী হচ্ছে না। প্রতিদিন মুলভূখন্ডের স্কুল-কলেজের শিক্ষার্থীসহ হাসপাতাল, বাজার ও নিমদী লঞ্চঘাটে পাড়ি দিতে হয় হাজারো চরবাসীর। বিকল্প কোন পথ না থাকায় এই ব্রিজটি পাড় হতে চরবাসীদের দুর্ভোগ পোহাতে হয়। তাই ব্রিজটি নির্মানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।