গাজীপুর কালিয়াকৈর ৬১ শতাংশ সরকারি খাস জমি উদ্ধার করল কালিয়াকৈর উপজেলা প্রশাসন গাজীপুর।

received_764045528957985.jpeg

রিপোর্টার,মোঃ আব্দুল হামিদ:-
বৃহস্পতিবার সকালে কালিয়াকৈর উপজেলা ভান্নারা এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ হাই জকির নেতৃত্বে অভিযান চালিয়ে স্থাপনা উচ্ছেদ করে ও জমি উদ্ধার করেন
এই সময় সরকারি খাস জমির সম্পত্তির উপরে নির্মিতব্য মূল ফটক সীমানা প্রাচীর ভেঙে গুঁড়িয়ে দেয়। উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করার সময়। কারখানা কর্তৃপক্ষের কেউ উপস্থিত ছিল না। পরে উদ্ধারকৃত জমিতে সীমানা খুটি, সাইনবোর্ড লাগানো হয়। অভিযানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি অনিদ্র গুহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সারোয়ার আলম সহ সার্ভেয়ার পুলিশ ও আনসার বাহিনী সদস্যরা। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ হাই জকি জানান আফতাব গ্রুপ নামক একটি বেসরকারি শিল্প গোষ্ঠী দীর্ঘদিন যাবত অবৈধভাবে ৬১ শতাংশ সরকারি খাস জমি দখল করে স্থাপনা নির্মাণ করে। কালিয়াকৈর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে একাধিকবার নোটিশ করেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষ স্থাপনা সরিয়ে নেওয়ার কোন উদ্যোগ গ্রহণ করেন নাই। তাই বৃহস্পতিবার সকালে অভিযানের মাধ্যমে উচ্ছেদ করা হয়।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top