পটুয়াখালী বাজারে অভিযান ০২ টি ব্যবসা   প্রতিষ্ঠানকে জরিমানা।

received_1247116579269714.jpeg

মোঃ শহীদুল ইসলাম পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ  

পটুয়াখালী ২২.০৬.২০২৩ তারিখ বাজার তদারকি করেন  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব)  মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক পটুয়াখালী মহোদয়ের নির্দেশনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর  বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব অপূর্ব অধিকারী মহোদয় এবং পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে  পটুয়াখালী সদরের পুরান বজার, হেতালিয়া বাঁধঘাট এবং সবুজবাগ এলাকায় তদারিকমূলক অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে সুপারশপ, মুদি দোকান, ফলের দোকান, সবজির দোকান এবং রেস্টুরেন্ট তদারকি করা হয়। এসময়  কসমেটিকসের মোড়কে আমদানিকারকের তথ্য ও সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকা, এম আরপি থেকে অতিরিক্ত দামে কসমেটিকস বিক্রয় করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য সহযোগে খাবার  তৈরি করার  অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ০২টি ব্যবসা প্রতিষ্ঠানকে  প্রশাসনিক ব্যবস্থায় ১২,০০০/- জরিমানা আরোপ করা হয়।

অভিযান চলাকালীন সময়ে ব্যবসায়ীগণসহ স্থানীয় নাগরিকদেরকে ভোক্তা অধিকার আইন সম্পর্কে সচেতন করা হয় এবং  ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।
ব্যবসায়ীদের ভোক্তা অধিকার আইনসহ অন্যান্য আইন মেনে ন্যায্য মূল্যে পণ্য ও সেবা বিক্রয়ের জন্য অনুরোধ ও নির্দেশনা প্রদান করা হয়।

সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন  সদর থানা পুলিশের একটি টিম এবং পৌর স্যানিটারি ইন্সপেক্টর জনাব শারমিন সুলতানা  । জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top