মো: জহিরুল ইসলাম (পাশা):-
কুমিল্লার তিতাস উপজেলার আসমানিয়া বাজারে অবস্থিত বেগম রোকেয়া গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছেন বলে তথ্যটি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ রোমান মিয়া। অধ্যক্ষ রোমান মিয়া জানান,এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৫২ জন শিক্ষার্থী এইচ এস সি অংশগ্রহণ করেছে । তার মধ্যে ২টি জিপিএ গোল্ডেন এ প্লাস ও ২২ টি জিপিএ এ প্লাসসহ শতভাগ পাস করেছে। তিনি আরো বলেন, এই প্রতিষ্ঠানটি কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মু.দেলোয়ার হোসেন পলাশ,তিতাস উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ কামাল পারভেজ, সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ সেলিম মিয়া, নাসির উদ্দিন মাসুম,শাহজাহান মুন্সী, আল-আমিন সরকার, বশিরুল ইসলাম, গোলাম কিবরিয়াসহ আরো অনেকে সুশৃংখলভাবে প্রতিষ্ঠানটি পরিচালনা করার কারণে এবং শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের সঠিক দায়িত্ব পালন করার কারণেই আজকে আমাদের একটি সুন্দর ফলাফল এসেছে। ভবিষ্যতে আরো ভালো ফলাফল করতে পারবো বলে আশা রাখি।