মোঃ ফিরোজ,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি রেজাউল করিমসহ ৬ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বগা ইউনিয়নের রাজনগর গ্রামের লালখান বাড়ির পাশে এ ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে রেজাউল করিমকে আশংকাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। বাকীদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নৌকার মার্কার উঠান বৈঠক শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা যুবলীগ নেতা রেজাউল করিমের উপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করা হয়। এসময় রেজাউল করিমের সঙ্গে থাকা ছাত্রলীগের কর্মীরা প্রতিরোধ করতে গেলে সন্ত্রাসীরা তাদের উপর চড়াও হয়। তখন ছাত্রলীগ নেতা অলিউল ইসলাম, মো. রাকিব, মো. ফেরদৌস, মো. শফিকুল ও যুবলীগ নেতা বাদলকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়। আহতদের একজন অলিউল ইসলাম বলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদারের ছেলে বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাসান হাওলাদার ও ভাগ্নে শাহাবুদ্দিন এর নেতৃত্বে ২৫/৩০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ এই হামলা চালায়। তিনি বলেন, যুবলীগ নেতা রেজাউল করিমকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি বর্ষণ করে। অবশ্য এ অভিযোগ অস্বীকার করে বগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাসান হাওলাদার বলেন, ঘটনার সময় আমি পটুয়াখালী শহরে অবস্থান করছিলাম। এই হামলার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। এ ব্যাপারে বাউফল থানার ওসি তদন্ত মো. আতিকুল ইসলাম বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।