ভোলায় ৫ দিনব্যাপী হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠিত

IMG-20230509-WA0003.jpg

বেনু পাল, ভোলা প্রতিনিধি:
ভোলায় শুরু হয়েছে ৫ দিনব্যাপী শ্রী শ্রী মহামন্ত্র হরিনাম মহাযজ্ঞ। সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের আত্মশুদ্ধি ও বিশ্বশান্তি কামনায় সদর উপজেলার বাপ্তা “শ্রীমন মহাপ্রভুর মন্দির” প্রাঙ্গনে আয়োজন করা হয়েছে এই লোকাচারের। ৪ মে বৃহস্পতিবার রাতে অধিবাস ও মঙ্গলঘট স্থাপনের মধ্যদিয়ে শুরু হওয়া ৪০ প্রহরব্যাপী এই আচার অনুষ্ঠান ৯ মে মঙ্গলবার দুপুরে মহোৎসবের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে।

এদিকে প্রতিদিন সকাল হতে জেলার দূরদুরান্ত থেকে শত শত মানুষ মন্দির প্রাঙ্গনে এসে ভিড় করছে। মহাযজ্ঞানুষ্ঠানে মহানাম সুধা পরিবেশন করতে দেশের বিভিন্ন জেলার থেকে ৬টি কীর্ত্তনের দল এসে অংশ নিয়েছে।

ভোলা-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী ভোলার ২০ লক্ষ মানুষের নয়নের মনি, ৬৯ এর গণ অভ্যুত্থানের মহা নায়ক ও গরীব দুঃখী মেহনতি মানুষের একমাত্র আশ্রয়স্থল জননেতা তোফায়েল আহমেদের নির্দেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তার সুযোগ্য পুত্র মইনুল হোসেন বিপ্লব মহাযজ্ঞানুষ্ঠানের জন্য উপহার হিসেবে আর্থিক অনুদান পাঠিয়েছেন। অনুদান পেয়ে মন্দিরের সাধারণ ভক্তরা প্রিয় নেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে গত শনিবার রাতে অনুষ্ঠান প্রাঙ্গনে উপস্থিত হন ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান। তিনি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠানিকতা উপভোগ করার পাশাপাশি অনুষ্ঠান প্রাঙ্গন ঘুরে দেখে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মঞ্জুরুল আলম মঞ্জু, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব বিক্রম রায় প্রমুখ।

শ্রীমন মহাপ্রভুর মন্দিরের সভাপতি অ্যাড. স্বপন কৃষ্ণ দে জানান, শ্রীমত ভগবত গীতা পাঠ, নামযজ্ঞ, রাজভোগ, বাল্য ভোগসহ আরতি কীর্ত্তনের মধ্য দিয়ে পালন করা হয় এই মহামন্ত্র হরিনাম মহাযজ্ঞ। এছাড়া প্রতিদিন দুপুর ও রাতে নামযজ্ঞানুষ্ঠনে আগত ভক্তদের জন্য ছিল মহাপ্রসাদের ব্যবস্থা।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top