নবীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত করায় হেবজুল বাহার কে সংবর্ধনা প্রদান

Messenger_creation_953770183355743.jpeg

জহিরুল ইসলাম, নবীনগর:

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে, নবীনগর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ এবং সভাপতি হিসেবে হেফজুল বাহার কে নির্বাচিত করায়।কাইতলা দক্ষিণ ইউনিয়ন বাসীর আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়।শুক্রবার বিকালে কাইতলা দুধ বাজার প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।কালিতলা দক্ষিণ ইউনিয়নের বিএনপি নেতা ইকবাল হোসেনের সভাপতিত্বে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কাইতলা দক্ষিণ ইউনিয়নের বিএনপি নেতা, সৈয়দ রকিবুল হক ইকবাল।প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, নবীনগর উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সঞ্জয় সাহা।আমন্ত্রিত অতিথি হিসেবেউপস্থিত ছিলেন,নবীনগর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এম এ মজিদ অবসর প্রাপ্ত ওয়ারেন্ট অফিসার বাংলাদেশ বিমান বাহিনী,কাইতলা দক্ষিণ ইউনিয়নের সাবেক সভাপতি বিএনপির নাসির উদ্দিন সরকার,কাইতলা বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি রওশন আলী, সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী,সার্জেন্ট হাসান শাহরিয়ার বাবু, কাইতলা দক্ষিণ ইউনিয়নের যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ বেলায়েত সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ও যুবদল নেতা,রমজান আলী সরকার, সমাজসেবক আজহার আলী, কাইতলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জসিম উদ্দিন, সাংবাদিক আব্দুল হাদী, সাংবাদিক শফিকুল ইসলাম বাদল,উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি রেজাউল করিম বাবুল,উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফি,
উপজেলা প্রেসক্লাবের এ কে এম হাবিবুর রহমান হেলাল,উপজেলা প্রেসক্লাবের ইকবাল হোসেন মুন্না ও খাইরুল এনাম,বিএনপি নেতা মাইনুদ্দিন সরকার, বিএনপি নেতা জাহিদুল ইসলাম, কাইতলা দক্ষিণ ৫ নং ওয়ার্ডের মেম্বার মাসুদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিক সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।কাইতলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রাশেদ আল মামুন এর সঞ্চালনায়।
মতবিনিময় সভার শুরুতে উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন কাইতলা দক্ষিণ ইউনিয়নের সর্বস্তরের জনগণ। পরে দোয়া মোনাজাত পরিচালনা করেন, কাতলা উত্তরপাড়া জামে মসজিদের খতিব মাওলানা আবু কাওসার।
উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বাবু সঞ্জয় সাহা বলেন,হাটি হাটি পা করে ১২ বছরে পদাপন করেছে,আমরা কখনো দলমত ভেদাভেদ না রেখে ক্লাবটিকে সাজিয়েছি। উপজেলা প্রেসক্লাব কখনো কারো থেকে টাকা নিয়ে নিউজ করে না, যেখানে ঘটনা সেখানেই উপজেলা প্রেসক্লাব। আমরা নির্দ্বিধায় কাজ করি কাউকে ভয় করিনা কারণ উপজেলা প্রেসক্লাব সবসময়ই সত্য প্রকাশ করে।তাহলে কাউকে ভয় করার বিষয় না। সাংবাদিকদেরকে এমন মহতি উদ্যোগ নিয়ে সাংবাদিকদেরকে সম্মান করাটা বিষয়ে তিনি কাইতলা দক্ষিণ ইউনিয়নের আয়োজকদের ধন্যবাদ জানান।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top