গাজীপুরের ২২ নং ওয়ার্ড জাঙ্গালিয়া পাড়ায় জিরো থেকে হিরো বনের দালাল আনতা

received_1584475622056941.jpeg

দুলাল আহম্মেদ, সিনিয়র রিপোটারঃ

গাজীপুরের ২২ নং ওয়ার্ড জাঙ্গালিয়া পাড়ার বন বিভাগের বাউ পড়া বিট অধীনে সরকারি জমিনের দখল বে দখল টিন বদল নতুন ঘর উঠালেও ট্যাক্স দিতে হয় বনের দালাল আনতা কে।

জাঙ্গালিয়াপাড়ার গরিব অসহায় মানুষদের বক্তব্য হচ্ছে বাংলাদেশে যদি রোহিঙ্গারা বাস করতে পারে আমরা বাংলাদেশের নাগরিক হয়ে কেন সরকারি জমির উপরে থাকতে পারবো না।

আমরা গরীব অসহায় আমাদের জুতজমি কেনার মত কোন সামর্থ নেই তাই আমরা গরীব অসহায় মানুষ সরকারের জায়গার উপরে দুই একটা রুম করে মা বাবা বউ বাচ্চা নিয়ে বাস করছি।

বৃষ্টির দিন ঘরের ভিতরে থাকা যায় না পানি পড়ে, পানি পড়া বন্ধ করার জন্য টিন বদল করতে গেলেও আমাদের অনেক ভয় আনতা এসে টাকার দাবি করে।

টাকা দিলে নতুন ঘর টিন বদল সবকিছুই হবে আর যদি না দেওয়া হয় তাহলে বিভিন্ন ধরনের ভয় ভীতি দেখায়, গার্ড ফরেস্ট এনে থাকার ঘরও ভেঙে দিবে এবং মামলাও দিবে এমনও বলে।

এখন আমরা কি করব আমাদের তো থাকতে হলে টিন বদল করতে হবে। পরিবার নিয়ে কোথায় যাবো বাধ্য হয়ে আমরা টাকা দিতে রাজি হলেও আমাদের সমার্থের বাহিরে দাবি করে।

এমন দাবি করে যা আমাদের বিভিন্ন আত্মীয়-স্বজন এবং কি কেন্দ্রীয় সমতি থেকে টাকা ঋণ করে আনতা কে বাধ্যতা মুলক দিতে হয়।

এসব ঘটনার প্রেক্ষিতে সাংবাদিক ওমর ফারুক বাউ পাড়া ভিটের অধীনে জাঙ্গালিয়া পাড়ার সরকারি জমির উপর থাকা লোকজনের ভিডিও বক্তব্য সংগ্রহ করেন।

কিন্তু বনের দালাল আনতা এ খবর পান যে সাংবাদিক ওমর ফারুক তার বিরোদ্ধে তথ্যসংগ্রহ করে নিউজ করবে তাই আনতা তার সন্ত্রাসী বাহিনী নিয়ে গত ০৬-০৩-২৩ইং তারিখে সাংবাদিক ওমর ফারুকের উপর হামলা চালান।

এ বিষয়ে থানায় আনতা ও তার সন্ত্রাসী বাহিনীর নামে অভিযোগ থাকার পরেও সাংবাদিক ওমর ফারুক এখনো পান নি কোন বিচার।
জনতার প্রশ্ন এই যদি হয় সরকারি জমির উপর থাকা অসহায় মানুষের অবস্থা কোন আনতা নামের দালালের ভয়ে তাহলে গরিব অসহায় মানুষ যাবে কোথায়।

এ বিষয়ে এশিয়ান টেলিভিশনের ক্রাইম রিপোটার দুলাল আহম্মেদ ঘঠনার সত্যতার যাচাই করেন,তাতে যানা যায় বাউপাড়া বন বিভাগের কেউ এসব বিষয়ে জানেন না, ফরেস্ট এর নাম বিক্রি করে গরিব অসহায় মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে আনতা।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top