স্টাফ রিপোর্টার, জিল্লুর রহমান জুয়েল(পটুয়াখাল):
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (কম্পোনেন্ট) প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে যুব উৎসব ২৩ উপলক্ষে বৃহস্পতিবার বেলা সারে এগারোটার সময়ে বিভিন্ন শ্রেণী পেশার কর্মজীবী নারী ও পুরুষের সমন্বয়ে গলাচিপা উপজেলা প্রশাসন চত্বর থেকে ব্যানারসহ এক র্যালি মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল।
অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, ওয়ানা মারজিয়া নিতু। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী । এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি অফিসার আরজু আক্তার, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. কাজী আব্দুল মমিন ও প্রেসক্লাব সভাপতি মু.খালিদ হোসেন মিল্টন প্রমুখ।অনুষ্ঠানে শত শত যুবক-যুবতীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি মিছিল বের করে। র্যালি মিছিল শেষে হল রুমে এস সি এম এফ পি ও এস ডি এফ বরিশাল এর কর্মকর্তাদের সহযোগীতায় যুবক-যুবতীদের আনন্দ ক্রীড়া অনুষ্ঠান সহ বিভিন্ন বয়সের জেলে পরিবারের নারী পুরুষ নানান বিষয়ে বিতর্ক ও কবিতা প্রতিযোতা কর্মসূচী অনুষ্ঠিত হয়।