সুমন কান্তি দাশ : বড় মহেশখালীতে নিহত ফেরদৌস হত্যার প্রধান আসামী জাবেদ র্যাবের হাতে আটক। উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মধ্যম ফকিরাঘোনা এলাকায় নিহত মোঃ ফেরদৌস প্রকাশ কালা বদা’র হত্যার প্রধান আসামী জাবেদকে আটক করেছে র্যাব -৭।
প্রাপ্ত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব -৭ গতকাল ২৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮ টায় চট্টগ্রামের সীতাকুণ্ড ভাটিয়ারী এলাকায় অভিযান চালিয়ে মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মধ্যম ফকিরাঘোনা এলাকায় নিহত ফেরদৌস প্রকাশ কালা বদা’র হত্যাকারী ও উক্ত হত্যা মামলার প্রধান আসামী জাবেদকে আটক করেন। আটকের পর প্রধান আসামী জাবেদকে ২৭ ফেব্রুয়ারি রাত ৮ টা ১৫ মিনিটে র্যাবের পক্ষ থেকে মহেশখালী থানায় সোপর্দ করা হয়েছে।
এই হত্যা মামলার বাদী ও নিহত মোঃ ফেরদৌস প্রকাশ কালা বদার চাচা মাওলানা নুরুল হক জানান, কুতুবজোম মৌজার ঈসাখালী ঘোনার লবণ মাঠের পানি চলাচলের তুচ্ছ বিষয়ে গত ৬ ফেব্রুয়ারি রাত্রে আমার ভাই মৃত নুরুল নেছারের ছেলে মোঃ ফেরদৌস প্রকাশ কালা বদা (২৪) কে অপহরণ করে বড় মহেশখালী ইউনিয়নের হ বদা (২৪)কে গুলি করে হত্যা করে।