যাত্রাবাড়ী থানায় আ.লীগের ৪৪২ নেতার বিরুদ্ধে হত্যা মামলা

Messenger_creation_AA15969E-650B-454E-8157-B7A0595D246E.jpeg

বিশেষ প্রতিনিধি :

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের তোপের মুখে শেখ হাসিনার পদত্যাগের আগে আওয়ামী লীগের নেতাকর্মী সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাত্র জনতার উপরে চালায় হত্যাযজ্ঞ। এইসব হত্যা কান্ডের বিচারের দাবীতে যাত্রাবাড়ী থানায় ০২/০৯/২০২৪ ইং তারিখে আওয়ামী লীগের ৪৪২ জন নেতারা বিরুদ্ধে ২ টি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার প্রধান আসামী করা হয়েছে শেখ হাসিনা, সাবেক প্রধান মন্ত্রী, ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী, চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন,সাবেক আইজিপি, ব্যারিষ্টার ফজলে নুর তাপস,মেয়র, মো: শামীম ওসমান, এম.পি, আল নাহিয়ান খান জয়,সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ,আতিকুর রহমান আতিক,(কমিশনার) সভাপতি ৭০ নং ওয়ার্ড আওয়ামী লীগ, জে.কে এচ মার্শাল,সিনিয়র সহ-সভাপতি ৪৮নং ওয়ার্ড আওয়ামী লীগসহ ৪৪২ জনকে আসামি করে আবু বক্কর বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেন। অজ্ঞাত আরো২/৩ হাজার আসামি উল্লেখ করা হয়।
গত ১৮/০৭/২০২৪ইং মো:সাব্বির হাসান(২২) পিতা:মর্তুজা আলম গত ১৯/০৭/২০২৪ইং তারিখে জাহাঙ্গীর আলম(৫০) পিতা:গফুর কালু মিয়া সর্ব সাং কাজলারপাড়, থানা:যাত্রাবাড়ী, ঢাকা। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে গুলি ও মারপিট করে হত্যা করে বলে বাদী জানায়।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top