মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি:-ইমদাদুল ইসলাম
অদ্য ০৪ ডিসেম্বর ২০২৩খ্রি. তারিখ সোমবার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), হবিগঞ্জ এর সহধর্মিণী মিসেস মুস্তারি খন্দকার, পুনাক হবিগঞ্জ এর সদস্য হিসেবে যোগদান করায় হবিগঞ্জ পুলিশ লাইন্সে বর্ণাঢ্য বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পুনাকের অন্যান্য সদস্যরা বরণ করে নেয়।
উক্ত বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক), হবিগঞ্জ এর সম্মানিত সভানেত্রী ও পুলিশ সুপার, হবিগঞ্জ মহোদয়ের সহধর্মিণী মিসেস তাহেরা রহমান।
অনুষ্ঠানে প্রথমেই পুনাক সভানেত্রী মিসেস মুস্তারি খন্দকার, সহধর্মিণী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), হবিগঞ্জ-কে ফুল দিয়ে বরণ করে নেন। পরে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে পুনাকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
সম্মানিত পুনাক সভানেত্রী আলোচনা শেষে মিসেস মুস্তারি খন্দকার, সহধর্মিণী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), হবিগঞ্জ এর হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুনাকের অন্যান্য নেত্রীবৃন্দ ও সদস্যগণ।