বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি:-
পটুয়াখালীর বাউফলে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১২ ডিসেম্বর ২০২৩ ইং পালন উপলক্ষে অবিহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে আজ মঙ্গলবার দুপুর ২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিন কবির,ডাক্তার সানজিদা ইসলাম, বাউফল থানার উপদরিদর্শক মো. আশরাফুল আলম, উপজেলা পরিসংখ্যান অফিসার(ভারপ্রাপ্ত) মো. সবুজ প্রমুখ। এ সময় প্রধান অতিথি মো. বশির গাজী বলেন, ক্যম্পেইন যেন এমনভাবে করা হয় যাতে একটি শিশুও টিকা গ্রহন থেকে বাদ না পড়ে। এ সময় নির্ধারিত দিনে নিকটবর্তী কেন্দ্রে গিয়ে শিশুদের টিকা গ্রহনের জন্য সকলের প্রতি অনুরোধও জানান তিনি।