স্টাফ রিপোর্ট,ইমদাদুল ইসলাম:-
কেন্দ্রিয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শাম্স পরশ বলেছেন, এবারের নির্বাচন জননেত্রী শেখ হাসিনার জন্য বড় চ্যালেঞ্জ। আমাদের কোন আত্মতুষ্টির সুযোগ নেই। তিনি বর্হি বির্শ্বের চাপ দেশিবিদেশী ষড়যন্ত্র মোকাবেলা করছে বঙ্গবন্ধু কন্যা। আমাদের দরকার আংশগ্রহন, প্রতিযোগীতা মূলক ও গ্রহনযোগ্য নির্বাচন। যুবলীগের চেয়ারম্যান আজ সোমবার দুপুরে মাধবপুর উপজেলা যুবলীগের আয়োজনে ঢাকা সিলেট মহাসড়কে কিবরিয়া চত্বরে হবিগঞ্জ-৪ আসনে নৌকার প্রার্থী এড. মোঃ মাহবুব আলীর সমর্থনে পথসভায় এ কথা বলেন। তিনি দলীয় নেতাকর্মিদের উদ্দেশ্য বলেন, নির্বাচন গ্রহনযোগ্য করতে আমরা খালি মাঠে ভোট দিতে চাই না। কাউকে বাধাও দিব না। জননেত্রী শেখ হাসিনা বলেছেন কোন প্রকার সংঘাত, হট্টগোল বরদাজ করা হবেনা। এ ক্ষেত্রে জিরো টরারেন্স। সম্পূর্ণ রুপে যেকোন ধরনে সংঘাত পরিহার করতে হবে। সংঘাত হলে নির্বাচন গ্রহন যোগ্য হয় না। তিনি নেতাকর্মীরা সাধারন ভোটারদের কেন্দ্রে নিয়ে যাওয়ার দ্বায়িত্ব নিতে বলেন। তিনি হবিগঞ্জকে দ্বিতীয় গোপালগঞ্জ আখ্যা দিয়ে বলেন এবারও নৌকায় ভোট দিয়ে প্রার্থীকে জয়ী করার আশা ব্যক্ত করেন। উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠানের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, প্রার্থী বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এড. মোঃ মাহবুব আলী, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক সৈকত জোয়ার্দার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী, শেখ মোঃ মিছির আলী, জেলা যুবলীগ সভাপতি আবুল কাশেম চৌধুুরী, সেক্রেটারী একেএম মঈন উদ্দিন চৌধুরী সুমন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আবুল কাশেম, পৌর যুবলীগ আহ্বায়ক একরামুল আলম লেবু প্রমূক।।