মো: জহিরুল ইসলাম (পাশা):-
মাদক-কে না বলি যুব সমাজকে খেলাধুলায় মনোনিবেশ করি এ প্রতিপ্রাদ্যকে সামনে রেখে কুমিল্লা জেলা তিতাস উপজেলা বলরামপুর ইউনিয়ন আদর্শ কালাই গোবিন্দপুর নাইট মিনি বার ফুটবল টুর্নামেন্ট উদ্ভোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
৩রা নভেম্বর শুক্রবার রাত ৮ ঘটিকায় বলরামপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে কালাই গোবিন্দপুর স্বপ্নপুরুনের ব্যাবস্থাপক তিতাস উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক মো: নাজমুল হাসান কিরনের সভাপতিত্বে উক্ত খেলা প্রধান উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় কুমিল্লা জেলার শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম কর্তৃক একাধিক বার স্বর্ন পদক প্রাপ্ত বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: নুরনবী।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মো: সাজ্জাদ হোসেন শিকদার,
বিশিষ্ট নাট্যকার মো: মনির স্যারের ধারাভাষ্যে উদ্ভোধনী ম্যাচে ওয়াই জে বয়েজ বনাম টিম সাইলেন কিলার অংশগ্রহণ করেন উভয় পক্ষে কোন গোল না হওয়ায় উভয় দলের অনুকূলে ১ পয়েন্ট করে জমা হয়। উক্ত খেলায় অনান্যদের মধ্যের আরো উপস্থিত ছিলেন বাতাকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়িক হাবিবুর রহমান (হবি), মো. মোফাজ্জল মেম্বার,খেলা পরিচালনা কমিটির সভাপতি মো: হযরতআলী, সেক্রেটারি আনোয়ার হোসেন, খোরশেদ আলম বকুলসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ হাজারও ফুটবল প্রেমী দর্শক।