নিজস্ব প্রতিবেদক :-
৭৬ তম বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে ১০ ডিসেম্বর ২০২৪ ইং সকাল ১১.০০ ঘটিকায় বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটি কর্তৃক আয়োজিত “বিশ্ব মানবাধিকার ও আজকের বাংলাদেশ”” শীর্ষক আলোচনা সভা-জাতীয় প্রেসক্লাবে র জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ মোঃ রেজাউল করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ডি, ইউ, জের যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার লেখক ও কলামিস্ট সৈয়দ তোশারফ আলী সহ প্রমুখ।
সিভিল রাইটস্ সোসাইটির চেয়ারম্যান মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক এস এম তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোসাইটির ভাইস-চেয়ারম্যান ইন্জি: মনিরুজ্জামান, পরিচালক ও সি: সাংবাদিক মোঃ হুমায়ুন কবির, এন্টি ড্রাগের জহিরুল হক রানা, মোঃ মাহবুবুল আলম,রিয়াজুর রহমান রিয়াজ, লোকমান হোসেন ,বাংলাদেশ সিভিল রাইটস্ সোসাইটির পরিচালক ও দৈনিক দিনপ্রতিদিন পত্রিকার প্রধান সম্পাদক এম জি কিবরিয়া সহ প্রমুখ ব্যাক্তি বর্গ।