বান্দরবান জার্নালিস্ট এসোসিয়েশনের আত্নপ্রকাশ।

20231105_223415.jpg

স্টাফ রিপোর্টার, ডেভিড সাহা:-
বান্দরবানে কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে ‘বান্দরবান জার্নালিস্ট এসোসিয়েশন (বিজেএ) এর আত্মপ্রকাশ ও নবনির্বাচিত কমিটি গঠন করা হয়েছে।
এতে মো. নজরুল ইসলাম টিটুকে সভাপতি ও সুফল চাকমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

রবিবার (৫ নভেম্বর) সকালে বান্দরবান সদর উপ‌জেলার রেইচা নজরুল পাড়ায় সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এ ক‌মি‌টি ঘোষনা ক‌রা হয়।

এসময় দৈনিক ভোরের কাগজ পত্রিকার বান্দরবান জেলা প্রতিনিধি মংসানু মার্মার সভাপতিত্বে ও দৈনিক সাঙ্গু পত্রিকার জেলা প্রতিনিধি ও পার্বত্য নিউজের বান্দরবান ব্যুরো প্রধান
এইচএম সম্রাটের সঞ্চালনায়
সংগঠনের সার্বিক উন্নয়নে বিভিন্ন আলোচনা শেষে বান্দরবান জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্যদের সমর্থনে সভাপতি পদে একু‌শে টে‌লি‌ভিশন ও বাংলা ট্রিবিউনের বান্দরবান প্রতি‌নি‌ধি মো: নজরুল ইসলাম (টিটু) ও সাধারণ সম্পাদক প‌দে দৈ‌নিক প্রতি‌দি‌নের বাংলা‌দেশ ও ঢাকা মেইল এর প্রতি‌নি‌ধি সুফল চাকমাকে নির্বাচিত করা হয়।এছাড়া
সহ-সভাপতি পদে দৈনিক দেশ বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি উথোয়াইচিং মার্মা র‌নি, সহ-সাধারণ সম্পাদক পদে দ্বীপ্ত টিভি ও যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি ক‌্যামুই অং মারমা, কোষাধ্যক্ষ পদে
দৈনিক জনবানী পত্রিকার মিঠুন কা‌ন্তি দাশ,
সাংগঠ‌নিক সম্পাদক পদে দৈনিক নবচেতনা পত্রিকার মো: আজিজ উল্ল‌াহ ও জাগো নিউজ২৪ এর বান্দরবান প্রতিনিধি নয়ন চক্রবর্তী’কে দপ্তর- প্রচার ও প্রকাশনা সম্পাদক প‌দে নির্বা‌চিত করে সাত কার্যকারী সদস্য বিশিষ্ট্য কমিটি ঘোষণা করা হয়।

এবিষয়ে নব নির্বাচিত সভাপতি নজরুল ইসলাম টিটু বলেন, সংগঠনটির মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের কল্যাণ, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও পারস্পরিক সহযোগিতায় কাজ করে যাবে। তাছাড়া সাংবাদিকতার নীতি-নৈতিকতা বজায় রেখে পেশাগত দক্ষতা- মর্যাদা ও পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির উদ্দ্যেশ্যে কাজ করে যাবে বান্দরবান জার্নালিস্ট এসোসিয়েশন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top