আশুলিয়ার চিত্রশাইল এলাকায় নান্নু নামে এক যুবকের পুরুষাঙ্গ কেটে ফেলার ঘটনায় সুমন নামে এক ব্যক্তি কে আটক করেছে পুলিশ।

received_1049175222948376.jpeg

মোঃ সোহেল রানা ঃ

ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার চিত্রশাইল এলাকায় নান্নু নামে এক যুবকের পুরুষাঙ্গ কেটে দেয় অভিযুক্ত ক্যাপ সুমন।এলাকাবাসী সূত্রে জানা যায় সুমনের ক্যাপ তৈরির কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন নান্নু সেই সুবাদে অভিযুক্ত সুমনের স্ত্রীর সাথে প্রেমের সম্পর্ক তৈরি হয় নান্নুর। পরবর্তীতে সেই সম্পর্ক পরকিয়ার সৃষ্টি হয় এবং সুমন ঘটনা টি জানতে পারলে নান্নু কে সতর্ক করে দেন এই ঘটনা যেন এখানেই শেষ হয়ে যায়। আজ ০৫/১১/২৩ ইং দুপুর ১২ ঘটিকায় নান্নু কে পরকিয়ার জন্য ডেকে নিয়ে আসে সুমন এর স্ত্রী এসময় সুমন বাসায় এসে তাদের কে অপ্রীতিকর অবস্থায় দেখতে পায়। অপ্রীতিকর অবস্থায় দেখতে পেয়ে নান্নুকে লোকজন ডেকে নিয়ে এসে বেদম ভাবে মারধর করে সুমন ও তার সহযোগীরা। নান্নুর শরীরের বিভিন্ন জায়গায় নীলা ফোলা কালো জখম হয় এবং নাকের হার আঘাতের ফলে ভেঙে যায়। এক পর্যায় নান্নু প্রাণ ভিক্ষে চাইলে তার উপরও চলে আরো অমানুষিক নির্যাতন পরবর্তীতে সুমন এবং তার সহযোগীরা ধারালো ছুরির মাধ্যমে নান্নুর পুরুষাঙ্গ কেটে দেয়। অত্যাচারে নান্নু জ্ঞান হারিয়ে ফেলেন তৎক্ষণাৎ এলাকার স্থানীয় লোকজন সহ সুমন নান্নু কে নিকটবর্তী আশুলিয়া নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে এনাম মেডিকেল হসপিটালে উন্নত চিকিৎসার জন্য রেফার করেন। এসময় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত সাংবাদিকদের সামনে নান্নু অভিযোগ করেন যে সুমন ও তাঁর সহযোগীরা তার পুরুষাঙ্গ ধারালো ছুড়ি দিয়ে কেটে দিয়েছেন। এ সময় সুমন নিজে বাঁচতে নান্নুর নামে মিথ্যা অভিযোগ দায়ের করতে তার স্ত্রীকে আশুলিয়া থানায় পাঠান তার স্ত্রী আশুলিয়া থানায় এসে অভিযোগ করেন তাকে ধর্ষণ করতে চেষ্টা করলে সে বাধ্য হয়ে নান্নুর পুরুষাঙ্গ সে একা নিজেই কেটে দিয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত সুমনকে তার নিজ বাসা থেকে আটক করেন আশুলিয়া থানা উপ-পরিদর্শক নুর খান এ সময় নান্নুর কাঁটা পুরুষাঙ্গ এবং ধারালো ছুড়ি উদ্ধার করেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top