ক্রাইম রিপোর্টার -তানভীর:-
১৭/০৫/২০২৪, সময় ১৫.৩০ ঘটিকায় যাত্রাবাড়ী থানা ৫২ নং করাতিটোলা, এমপি সাহেবের বাড়ির সামনে পাকা রাস্তায় ময়লার স্তুপের উপর ০১ টি মৃত নবজাতক শিশু কাপড়ে মোড়ানো অবস্থায় এলাকাবাসী পেলে এলাকার লোকজন” ৯৯৯” এ কল করে পুলিশকে অবহিত করলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়।
মৃত নবজাতক শিশুটি ছেলে বলে জানা যায়। পুলিশ অজ্ঞাত মৃত নবজাতক শিশুটির সুরতহাল প্রস্তুতপূর্বক ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানোর ব্যবস্থা করে।