ক্রাইম রিপোর্টার- তানভীর:-
অদ্য ১৮/০৫/২০২৪ ইং রোজ শনিবার অনুমান ১৪:০০ ঘটিকার সময় আমিন মোহাম্মদ গ্রুপের গ্রীন মডেল টাউন এ মোহাম্মদ নাসির উদ্দিন ওসমান এবং ওয়াহিদা নাসির (রিনা) এর দখল ভূক্ত ব্লক- জি, রোড নং- ১,প্লট নং ১ এর ভিতরে দুই হাত ও মুখ বাধা অবস্থায় অজ্ঞাত নামা লাশ বয়স আনুমানিক (৩৫) পাওয়া যায়।
অত্র এলাকায় বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় কিছু লোকজন ঘটনাস্থলে আসিলে কেহই লাশ সনাক্ত করতে পারে নাই এবং লাশের সঠিক পরিচয় পাওয়া যায় নাই। যাত্রাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন এবং অসনাক্ত লাশের আইনানুগ প্রক্রিয়া সম্পাদন করেন।