নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর দক্ষিণখানে ৪৯ নং ওয়ার্ডের সুজন হত্যাচেষ্টা প্রধান আসামী জেসিস মোল্লাকে অবশেষে কারাগারে পাঠানো হয়েছে।
রবিবার ২ নং কোর্টের ফৌজদারি ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিক তার জামিন না মঞ্জুর আদালতে প্রেরণের নির্দেশ দেন।
মামলার প্রধান আসামীকে জেল হাজতে পাঠানোয় সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী নজরুল ইসলাম সুজন।
তিনি বলেন, অবিলম্বে তার বিচার কার্য শুরু করা হোক। বাকী আসামীদেরও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। প্রশাসন চাইলে অবশ্যই বাকী আসামীদের গ্রেপ্তার করা সম্ভব কারন তারা প্রকাশ্য দিবালোকে চলাচল করেন।
এদিকে জেসিস মোল্লাকে আদালতে পাঠানোর ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। অভিযোগ উঠেছে, স্থানীয় আওয়ামী লীগ নেতা সফিউদ্দিন মোল্লা পনুর ছেলে জেসিস মোল্লা এলাকায় সন্ত্রাস বাহিনী গড়ে তুলেছেন।
জেসিস মোল্লার বিরুদ্ধে দক্ষিণখান থানায় চাঁদাবাজি, হত্যা, ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে।
মামলার অভিযোগে জানা যায়, ২০২০ সালের ২৬ জানুয়ারি দক্ষিণ খানের কাওলা এলাকায় স্থানীয় একদল সন্ত্রাসী চাপাতি দিয়ে কুপিয়ে নজরুল ইসলাম সুজন সহ তিনজনকে আহত করে।
এ ঘটনায় ২০২০ সালের ১০ ফেব্রুয়ারি ১০ জনের নাম উল্লেখ করে দক্ষিণ খান থানায় একটি মামলা দায়ের করা হয়। (ধারা ১৪৩/৩২৩/৩২৬ ও ৩০৭ পেনাল কোড, মামলা নং ১৬) মামলাটি করেন নজরুল ইসলাম সুজন। আসামীরা হলেন, সোহেব হাসান জেসিস মোল্লা,আনোয়ার হোসেন আনু, সাদী, বিজয়, জোবায়ের মোল্লা, ফয়সাল মোল্লা, নাসির, আকাশ,পল্লব ও নিতুল।
প্রসঙ্গত, সন্ত্রাসী হামলার পর অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনে আওতায় আনার দাবিতে এলাকাবাসী পোস্টার ও লিফলেট বিতরণ করেন।