স্টাফ রিপোর্টারঃ
ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় সৈয়দ মোস্তফা কামাল নামে এক বিশিষ্ঠ ব্যবসায়ীর উপর হামলা ও অফিস ভাংচুর করার আভিযোগ উঠেছে। গত ১৮ মে বুধবার দুপুরে কালিন্দি ইউনিয়ন এর ব্রাক্ষনকিত্তা এলাকায় ঢাকা, নবাবপুর রোডে এর গদারবাগ ব্রিজের পশ্চিম দিকে অবস্থিত এস এস ডোর এন্ড ফার্নিচার কোম্পানি আহমেদ ট্রেডিং এ ঘটনাটটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ঐ এলাকায় জয়নাল আবেদীনের নেতৃত্বে একটি চক্র ঐ ব্যবসায়ীর কাছে চাদাঁ দাবি করে আসছিল দাবিকৃত চাদাঁ না পেয়ে গত ১৮ মে ব্যাবসায়িক লেনদেন এর উদ্দেশ্যে ব্যাবসায়ী সৈয়দ মোস্তফা কামাল এস এস ডোর এন্ড ফার্নিচার কোম্পানি আহমেদ ট্রেডিং এর মেনেজার এর ফোন পেয়ে সেখানে যাওয়ায় ওত পেতে থাকা ১০/১৫ জনের সন্ত্রাসী দল সংঘবদ্ধ ভাবে আতর্কিত সৈয়দ মোস্তফা কামাল ও তার স্টাফদের উপর হামলা চালায়। হামলায় সৈয়দ মোস্তফা কামাল সহ তার অফিস স্টাফদের মারধর করে ও অফিস ভাংচুর করে। ঘটনার সাথে সাথে ৯৯৯ কল দিলে কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনা স্থলে পৌছালে সৈয়দ মোস্তফা কামাল কে উদ্ধার করে থানায় নিয়ে যান এবং এ বিষয়ে মোস্তফা কামাল মামলা দায়ের করতে চাইলে কেরানীগন্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামলা না নিয়ে একটি সাধারণ ডাইরী করেন।
সৈয়দ মোস্তফা কামাল জানান, সন্ত্রাসী জয়নাল আবেদীনের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন যাবত আমার কাছ থেকে মোটা অঙ্কের চাদাঁ দাবি করে আসছিলো আমি দিতে অস্বীকার করায় তারা বিভিন্ন সময় আমাকে হুমকি দিতো এবং ইতিপুর্বে আমার অফিসের স্টাফ ও আমার ভাগিনা রাজু আহমেদ কে হত্যার চেস্টা করেন যার পরিপ্রেক্ষিতে রাজু আহমেদ বাদী হয়ে দক্ষিন কেরানীগন্জ থানায় মামলা দায়ের করা আছে। জয়নাল ও তার বস বাবন আওয়ামিলীগ এর উন্নয়ন এর গতিধারাকে ক্ষুন্ন করার উদ্দেশ্য বিভিন্ন নেতাকর্মী দের নাম ভাংগিয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে ।এ ব্যাপারে দ্রুত জয়নাল ও তার সন্ত্রাসী দল কে আইনের আওতায় এনে শাস্তির দাবি এলাকাবাসীর।