রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি,শাওন গাজী :-
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিক জাহাঙ্গীর মাহমুদ ও শফিকুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা ১১ টায় মানববন্ধন কর্মসূচি পালন করে রূপগঞ্জে কর্মরত সাংবাদিকরা। ঢাকা-সিলেট মহাসড়কে রূপগঞ্জের ভুলতা এলাকায় শতাধিক সাংবাদিক এ কর্মসূচিতে অংশ নেয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় সাংবাদিকেরা বলেন, সম্প্রতি দৈনিক কালবেলার জাহাঙ্গীর মাহমুদ ও নয়াদিগন্তের শফিকুল ইসলামের ওপর একদল সন্ত্রাসী পৃথক হামলা চালায়। হামলাকারীরা ছাত্রদল নেতা লিডার মাসুদ ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামানের সঙ্গে রাজনীতি করেন। হামলাকারীদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা হলেও রহস্যজনক কারণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের গ্রেপ্তার করছে না। আগামী ৪৮ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে আরো কঠোর কর্মসূচি দিবে সাংবাদিকরা।
মানববন্ধনকালে উপস্থিত ছিলেন- সাংবাদিক আব্দুল আলীম, আলম হোসেন, মোমেন মিয়া, সাত্তার আলী, রাসেল মাহমুদ, আল আমিন, রাজু আহমেদ, সুলতান মহিউদ্দিন, শাওন গাজী, ফরহাদ মিয়া, রফিকুল ইসলাম, খলিল প্রমুখ।
এ ব্যাপারে ছাত্রদল নেতা লিডার মাসুদ বলেন, সাংবাদিকদের মধ্যে বিরোধ রয়েছে। একপক্ষ অন্য পক্ষকে ঘায়েল করতে আগেও হামলা, মারধর ও মামলা দিয়ে হয়রানি করেছে। তাদের মধ্যে আওয়ামী লীগের প্রেত্ত্বাতা কাজ করছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি নেতাদের ফাঁসাতে চাইছে।