টঙ্গীবাড়ী প্রতিনিধি:-
টংগিবাড়ী উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের উত্তর মুলচর থেকে সোহেল সৈয়াল এর নিকট থেকে কাটুজ উদ্ধারের পর তার কথা মত ঐ গ্রামের মোসাম্মৎ বেগমের বাড়ি হতে অস্ত্র, গুলি ও বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের সহ থানা পুলিশ সূত্র জানান, ৬ ডিসেম্বর শুক্রবার মূলচর বায়তুল মামুর জামে মসজিদের সামনে পাঁকা রাস্তার উপর বেশনাল গ্রামের মৃত জহিরুল ইসলামের ছেলে সোহেলকে ৬ টি লাল সিসার কার্তুজ সহ আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি মোতাবেক চর বেশনালের হামিদ আকনের স্ত্রী মোছাঃ বেগম বসত বাড়ীর ঘরের মটকা ( আড়া) এর উপর থেকে একটি এক নালা বন্দুক, ৪০ (চল্লিশ) রাউন্ড বন্দুকের কার্তুজ সহ ঘর তল্লাশী করে বিভিন্ন স্থানে ০৩ (তিন) রাউন্ড পিস্তলের গুলি ২৫ (পঁচিশ) বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
টঙ্গীবাড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ মফিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামী মোঃ সোহেল ছৈয়ালকে আটক করিয়া তার নিকট হইতের কার্তুজ উদ্ধার পরবর্তী জিজ্ঞাসাবাদে করিয়া মোছাঃ বেগম এর বসত বাড়ীতে অভিযান করিয়া এক নালা বন্দুক, ও ৪০ (ছয় চল্লিশ) রাউন্ড বন্দুকের কার্তুজ সহ ঘর তল্লাশী করে বিভিন্ন স্থান হইতে ০৩ (তিন) রাউন্ড পিস্তলের গুলি, ২৫ (পঁচিশ) বোতল বিদেশী মদ উদ্ধার করে তাদের গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে।