মাধবপুরে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ক প্রাতিষ্ঠানিক গনশুনানি অনুষ্ঠিত।

received_1326843334865110.jpeg

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,ইমদাদুল ইসলাম:- হবিগঞ্জের মাধবপুরে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ক প্রাতিষ্ঠানিক গণগুনানি অনুষ্ঠিত হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজনে সোমবার ( ১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গণগুনানি অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহানের সভাপতিত্বে ও উপজেলা নিবার্হী অফিসার মনজুর আহসানের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সহকারী জজ বেগম সম্পা জাহান।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, থানার সেকেন্ড অফিসার শামস-ই তাব্রিজ, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন, মাহবুবর রহমান সোহাগ, মিজানুর রহমান,মীর খোরশেদ, সৈয়দ সোহেল, এশিয়ান টিভির প্রতিনিধি সাংবাদিক আজিজুর রহমান জয় ও দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি আলমগীর কবির প্রমুখ বক্তব্য রাখেন।

বেগম শম্পা জাহান বেশ কয়েকজন ভিকটিমের পারিবারিক মামলা সংক্রান্ত বিষয়ে দিকনির্দেশনা দেন ও তাদের জরুরী সহায়তা প্রদানের লক্ষ্যে সময় নির্ধারণপূর্বক সহায়তার আশ্বাস দেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top