মোঃ পারভেজ হোসেন, স্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক গোলাম ফারুক খোকনের বাড়িতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের হামলার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ ও মশাল মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা।
গত রোববার রাতে নারায়নগঞ্জ জেলা যুবদলের আহবায়ক গোলাম ফারুক খোকনের বাড়িতে হামলা ও লুটপাটের প্রতিবাদে মশাল ও প্রতিবাদ মিছিল করেছেন সোনারগাঁও থানা যুবদল, সোনারগাঁও থানা যুবদলের আহবায়ক কমিটির সদস্য নোবেল মীরের নেতৃত্বে মিছিলে সকল পর্যায়ের যুবদল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় মশাল মিছিলে উপস্থিত ছিলেন, সোনারগাঁ থানা যুবদলের যুগ্ন আহবায়ক নূরে ইয়াসিন নোবেল, পৌর যুবদলের যুগ্ন-আহবায়ক হযরত আলী রানা,কাউছার, আলামিন, বারদী ইউপি যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন দুলু, মোগরাপাড়া ইউপির যুবদলের যুগ্ন আহবায়ক রাকিব হাসান শম্ভুপুরা ইউপি যুবদল নেতা আতাউর রহমান, থানা যুবদল নেতা হুমায়ুন কবির, বৈদ্যের বাজার ইউপি যুবদলের নেতা সুজন প্রমুখ।
এর আগে রোববার বিকেলে রুপগঞ্জের মুড়াপারায় জেলা যুবদলের আহবায়ক গোলাম ফারুক খোকনের বাসায় ছাত্রলীগ, যুবলীগের সশস্ত্র হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।