জাকিরুল ইসলামঃ
সাভারে একটি রাস্তা থেকে বিশ বস্তা সরকারী ত্রাণের চাউলের বস্তা উদ্ধার করা হয়েছে। দুপুরে সাভার পৌর এলাকার বাড্ডা ভাটপাড়া থেকে খাদ্য অধিদপ্তরের প্যাকেট জাতসহ চালের বস্তা গুলো উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ বলছে দুপুরে ওই এলাকায় একটি রাস্তার মধ্যে খাদ্য অধিদপ্তরের বিশ বস্তা ত্রানের চাউল দেখতে পায় স্থানীয়রা। পরে ৯৯৯ সাভার মডেল থানা পুলিশকে ফোন দিলে পুলিশ এসে চাউলের বস্তা গুলো উদ্ধার করে সাভার মডেল থানায় নিয়ে যায়।
এলাকাবাসী বলছে,এক শ্রেণীর প্রতারক চক্র চাউলের বস্তা গুলো ডিলারের মাধ্যমে কিনে তা বিক্রি করতে চেয়েছিলো দোকানে, কিন্তু সুযোগ হাত ছাড়া হয়ে যাওয়ায় তারা চাউলের বস্তা গুলো বিক্রি করতে না পেরে রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন,তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।