মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
গজারিয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২২ইং এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতি বার বিকাল ৪ঘটিকায় উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ভবেরচর ওয়াজির আলী মাঠ প্রাঙ্গনে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ৩আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এড্যাঃমৃণাল কান্তি দাস।উপজেলা নির্বাহী অফিসার মোঃজিয়াউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মাঝে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান নেকী,ইমামপুর ইউঃপি চেয়ারম্যান হাফিজুজ্জামান খাঁন জিতু, বাউশিয়া ইউঃপি চেয়ারম্যান মোঃমিজানুর রহমান প্রধান,ভবেরচর ইউঃপি চেয়ারম্যান ইঞ্জিঃসাঈদ মোঃলিটন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মমতাজ বেগম প্রমুখ।
খেলায় বঙ্গবন্ধু গোল্ড কাপ ফাইনালে মুদারকান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-১গোলে টেংগারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।অপর দিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্ট খায়রুন নেসা বক্তারকান্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে বড় রায়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৩-১গোলে পরাজিত করেন।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।