মো: রাসেল,লক্ষীপুর, চন্দ্রগঞ্জ প্রতিনিধি:-
লক্ষ্মীপুরে দুই আগ্নেয় অস্রসহ চট্টগ্রামে ঢাকাইয়া আকবর গ্রেফতার। একটি বিদেশি রিভেল বার, ও একটি দেশি এলজি, সহ চট্টগ্রামের সন্ত্রাসী আলী আকবর ওরফে ঢাকায় আকবরকে গ্রেফতার করেছে, লক্ষীপুর পুলিশ। আকবর চট্টগ্রামের বাইজিদ প্রস্তাব মিয়ার এলাকার, মোহাম্মদ মঞ্জু মিয়ার ছেলে। পুলিশ বাদী হয়ে, লক্ষ্মীপুর সদর থানা, অস্ত্র আইনে মামলা দাহির করে। বুধবার বিকেলে পুলিশ সুপার তারেক বিন রশিদ। প্রেস বিফিনে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন। পুলিশ সুপার জানান মঙ্গলবার দিবাগত, গভীর রাত্রে, লক্ষ্মীপুর সদর উপজেলা সাকসর ইউনিয়নে। একটি বাড়ি থেকে দুইটি অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আরো অস্ত্র উদ্ধারের জন্য রিমান্ড আবেদন করা হবে। আকবরের বিরুদ্ধে সি,এম,পি ও চট্টগ্রামে বিভিন্ন থানা। অস্ত্র, চাঁদাবাজি, বিস্ফোরক, ডাকাতি, সহ মোট ১০ টি মামলা রয়েছে। আকবর গত দুই মাস থেকে লক্ষ্মীপুর। সাকচর একটি বাসা বাড়িতে গোপনে বসবাস করে। চট্টগ্রাম পার্শ্ববর্তী এলাকা সন্ত্রাসী চাঁদাবাজি, বিভিন্ন, অপরাধ কর্মকান্ড চালাতো। পুলিশ গোপন সংবাদে ভারা বাসা অভিযান চালায়। পুলিশের উপস্থিতিতে টের পেয়ে। উপরে ছাদে থাকা পানির টাংকির ভিতরে লুকিয়ে পরে। পুলিশ ওখান থেকে গ্রেফতার করে, তার তথ্য মতে দুইটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।