স্টাফ রিপোর্টার, জিল্লুর রহমান জুয়েল: (পটুয়াখালী)
পারিবারিক জায়গা-জমির শত্রুতার জেরে ১৬ মার্চ বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯ঃ৩০ মিনিটে সময় মাটি কাটাকে কেন্দ্র করে বাবুল প্যাদাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে আপন ছোট দুই ভাই আল-আমীন ও জাফার প্যাদা।
ঘটনাটি ঘটেছে গলাচিপার উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে চর- আগোস্তি গ্রামে।
স্থানীয়দের সূ্ত্রে জানা যায়, তাদের মধ্যে অনেক দিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ ছিলো। বৃহস্পতিবার সকালে ঐ গ্রামের মোঃ চন্দন প্যাদার বড় ছেলে বাবুল প্যাদা বাড়িতে মাটি কাটার জন্য যায় বাবুল প্যাদা, মাটি কাটায় বাঁধা দেয় তার ছোট দুই ভাই আল-আমীন ও জাফর। তাদের মধ্যে এ নিয়ে কথা কাটা-কাটি হয় । এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্যকে জানালে, তাৎক্ষণিক ভাবে সেখানে গ্রাম পুলিশ পাঠায়। কিন্তু তারা গ্রাম-পুলিশ কে না মেনে কথা কাটাকাটির এক পর্যায়ে গ্রাম পুলিশকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সংঘর্ষে জড়িয়ে পরলে জাফর ও আল- আমিন বড় ভাই বাবুল মিয়ার মাথায় লাঠি দিয়ে আঘাত করলে জ্ঞান হারিয়ে ফেলে। চিকিৎসার জন্য আত্মীয় স্বজনরা দ্রুত গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন
এ ঘটনায় নিহতের পরিবার হত্যা কান্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠিন শাস্তির দাবি জানান।
ঘটনার বিষয়ে গলাচিপা থানার ওসি শোনিত কুমার গায়েন গনমাধ্যমকে জানান, এ ঘটনার সাথে জরিত একজনকে হাতেনাতে আটক এবং লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।