লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ
পবিত্র ঈদুল আযহা (ঈদের) শুভেচ্ছা জানিয়েছেন হালদার গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ কৃষক লীগ মু্ন্সীগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি সাব্বির হাসান সাগর হালদার।
পবিত্র ঈদুল আযহার (ঈদ) উপলক্ষে সকলেই মিলেমিশে আনন্দ উপভোগ করার লক্ষে
মুন্সীগঞ্জ জেলা ও টঙ্গীবাড়ী উপজেলা বাসী সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা, “ঈদ মোবারক” জানিয়েছেন।
সাব্বির হাসান সাগর হালদার বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে একটি বার্তা, আমাদের মতো ভাই বন্ধুদের কাছে আকুল আবেদন থাকবে আপনারা যারা বিত্তবান, সামর্থবান, একাধিক পশু কুরবানি দিচ্ছেন, আপনাদের বাড়ির আশেপাশে কিংবা আপনাদের জানামতে একটু দূরে হলেও যাদের সামর্থ নেই পশু কুরবানি করার মতো কিন্তু তাদের ঘরে ছোট ছোট অবুঝ শিশু বাচ্চা আছে, তাদেরকে যেন আমরা আমাদের কুরবানির মাংসের মধ্যে শরিক করি অর্থাৎ নিজেদের আত্মীয়-স্বজনের ভাগ থেকে কিছু গোস্ত অর্থাৎ মাংস তাদের বাসায় পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করি সবাই।
তিনি আরো বলেন, ওই সমস্ত নিম্ন মধ্যবিত্ত লোকজন লজ্জায় বাসা থেকে বের হবে না, এমনিভাবে আমরা যারা স্থানীয় বাসিন্দারা পশু কুরবানি করছি, সবাই একজন দুজন, চারজন করে ঐ সমস্ত ফ্যামিলির মধ্যে কুবানির গোস্ত পৌঁছে দিলে আমার মনে হয় তেমন কেউ আর বাকি থাকবে না, ইচ্ছা থাকলে উপায় হবে ইনশাআল্লাহ। পরিশেষে সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা তিনি।