শ্রীনগর ও লৌহজং উপজেলার বিভিন্ন স্থানে নিষিদ্ধ জাল জব্দ

1000116335.jpg

মো:শিপু,শ্রীনগর প্রতিনিধি :
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কবুতখোলা ও লৌহজং উপজেলার যশলদিয়া এলাকার বিভিন্ন স্থানে অভিযানে ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। শনিবার ভোর ৫ টার দিকে দুই উপজেলার পদ্মা নদীর তীরবর্তী এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে অসাধু জেলেরা জাল ফেলে পালিয়ে যায়।
অভিযান পরিচালনা করেন শ্রীনগর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার বসাক, লৌহজং সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. রেজাউল, পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল, সংশ্লিষ্ট উপজেলার সহকারী মৎস্য অফিসারসহ পুলিশ ও আনসার সদস্য বৃন্দ।
মৎস্য অফিসার সমীর কুমার বসাক জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুম-২০২৪’র ইলিশ রক্ষা কার্যক্রমের আওতায় জেলার দুই উপজেলার সীমানাবর্তী এলাকার বিভিন্ন স্থানে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়। মা ইলিশ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে। এদিন জব্দকৃত ১ লাখ মিটার নিষিদ্ধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top