দিন প্রতিদিন ডেক্স :
অদ্য ০৫ মে ২০২৩খ্রি. রোজ শুক্রবার জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, বিপিএএ, মাননীয় সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মহোদয় এক দিনের সরকারি সফরে সিলেট আগমন করেন।
এই সফর এর অংশ হিসেবে অদ্য বিকাল ০৪:৩০ ঘটিকায় সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সিলেট বিভাগীয় আইনশৃংখলা পর্যালোচনা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় অত্র জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি মহোদয় অংশগ্রহণ করেন।
উক্ত মতবিনিময় সভায় ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, বিভাগীয় কমিশনার, সিলেট মহোদয়ের সভাপতিত্ব করেন এবং উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন জনাব শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম, ডিআইজি, সিলেট রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, এসএমপি কমিশনার মোঃ ইলিয়াস শরীফ, এপিবিএন হেডকোয়ার্টারস এর ডিআইজি(প্রশাসন) শাহ মোঃ আবিদ হোসেন, সিলেট বিভাগের জেলা প্রশাসক গণ, রেঞ্জাধীন জেলার সকল পুলিশ সুপার গণসহ সিলেট বিভাগীয় আইনশৃংখলা সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।