ফরিদপুর- ৩ আসনের মনোনয়ন প্রত্যাশীর উদ্যেগে প্রীতিভোজ অনুষ্ঠান আয়োজন করা হয়।

received_1370410633537778.jpeg

শেখ ফরিদ আহম্মেদ চিশতী :
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীদের গতিশীল করার লক্ষে ফরিদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফরিদপুর- ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ফরিদপুরের গণমানুষের নেতা, সমাজসেবী, জনদরদী হা-মীম গ্রুপ এর ব্যাবস্থাপনা পরিচালক এ.কে. আজাদ এর সভাপতিত্বে এক প্রীতিভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য , সাবেক নৌমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান (এমপি)। এ সময় উপস্থিত ছিলেন শারমীন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইসমইল হোসেন,নেক্সট কালেকশনের ব্যবস্থাপনা পরিচালক বেলাল হোসেন প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন ফরিদপুরের বীর মুক্তিযোদ্ধাগণ এবং ফরিদপুর জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, শহর আওয়ামীলীগের নেতৃবৃন্দ,ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগ, যুব-মহিলালীগ, কৃষকলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথি বলেন, দেশের উন্নয়ন ধারা অব্যহত রাখতে হলে নৌকায় ভোট দিয়ে আবাও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। এই লক্ষে সকলকে এক যোগে কাজ করতে হবে। অনুষ্ঠানে ফরিদপুর- ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ফরিদপুরের গণমানুষের নেতা এ কে আজাদ বলেন, আমি সবসময় আওয়ামীলীগের হয়ে জনগনের পাশে রয়েছি,এলাকাবাসী কে সাথে নিয়ে এলার অনেক উন্নয়ন করেছি। আমার এলাকায় বর্তমান সরকার যে উন্নয়ন করেছে তা সর্বকালের স্বরণীয়। এই উন্নয়ন ধারা অব্যহত রাখতে হলে সকলকে নৌকায় ভোট দিয়ে আবাও আওয়ামীলীগ কে ক্ষমতায় আনতে হবে। তিনি আরো বলেন আমি সবসময় এলাকাবাসীর পাশে রয়েছি ও থাকবো। আমি মনোনয়ন পেলে সবসময় দল ও দেশের জন্য নিবেদিত হয়ে কাজ করবো।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top