বান্দরবান আলীকদম উপজেলার ‘ট্রফি ভাঙা’ সেই ইউএনওকে ঢাকা বদলি।

received_5176910922438195.jpeg

স্টাফ রিপোর্টর, ডেভিড সাহা:
বান্দরবান আলীকদম উপজেলার সেই নির্বাহী কর্মকর্তা (ইউএনওকে) মেহরুবা ইসলামকে ঢাকা বদলি করা হয়েছে। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক লিখিত আদেশে তাকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। সেখান থেকে কোনো একটি উপজেলায় তাঁকে পদায়ন করতে বলা হয়েছে। ফুটবল টুর্নামেন্টের ট্রফি ভেঙে ইউএনও মেহরুবা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছিলেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব শেখ শামছুল আরেফীন স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, ‘বান্দরবানের আলীকদম উপজেলার নির্বাহী কর্মকর্তাকে ঢাকা বিভাগীয় কমিশনারের অধীন ন্যস্ত করা হলো। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ন্যস্ত কর্মকর্তাকে পদায়নকৃত অধিক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের জন্য ১৯৯৮ সালের ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার ক্ষমতা অর্পণ করা হলো।’ তবে জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকরের কথা বলা হলেও কখন তাঁকে ঢাকায় যোগদান করতে হবে, তা এখন ও বলা হয়নি।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top