রেজওয়ান রহমান,রায়পুর উপজেলা প্রতিনিধি:-
লক্ষীপুর জেলা, রায়পুর উপজেলার, ৭নং বামনী ইউনিয়ন এর ৫নং ওয়ার্ড এর নতুন মৃধা বাড়ির বাসিন্দা
মোহাম্মদ নূর মিয়া,ডাকনাম (চেয়ারম্যান) এর নাতনি বমনী স্কুল পড়ুয়া,
ফাতেমা আক্তার রিমি,শ্রেণী: অষ্টম, বয়স : ১৪,২ মার্চ দুপুর ১২ ঘটিকার সময় তার নানার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
পরবর্তীতে স্থানীয় জনগন, পুলিশকে খবর দেয় এবং পুলিশ আসার পরে ঝুলন্ত লাশ নামায় এবং দাফনের ব্যবস্থা করে।
পুলিশ জানায় বিষয়টি তদন্ত করে দেখবে কি কারনে এই আত্মহত্যা হয়েছে