সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আলী হোসেন(৩৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

received_770169258224527.jpeg

এস এম আবু বকর,দোয়ারাবাজার সুনামগঞ্জ (প্রতিনিধি):

নিহত আলী হোসেন সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উস্তিংগের গাও গ্রামের মৃত আব্দুস ছোবহানের পুত্র।

স্বজনরা জানান, ৫ বছর আগে জীবিকার তাগিদে আলী হোসেন সৌদি আরবের গোমফুদায় ফরিকছালামাতে যায়।দুইবার বাড়ীতে,   গত ৬ মাস আগে ছুটি কাটিয়ে আবারো সৌদি আরবে যান। সেখানে তিনি ফসলের জমিতে (মাজরা)কাজ করতেন।বুধবার সন্ধ্যায় ছোটভাইয়ের ভিসার কাজে  মোটরসাইকেল যোগে কপিলের নিকট যাওয়ার পথে একটি পিকআপ এসে আলী হোসেনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।। আলী হোসেনের আকস্মিক মৃত্যুতে স্ত্রী, ২ছেলে ২মেয়ে ও ৩ ভাই ১ বোন গর্ভধারণী মা  পরিবারের সদস্য ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আলী হোসেনের ছোট ভাই আবুল কাসেম বলেন  আমার ভাই গত রাত সন্ধার সময় তিনটা ফোন দিয়েছে কিন্তুু আমি ভাইয়ের সাথে কথা বলতে পারিনাই বলে আবুল কাসেম কান্নায় ভেঙ্গে পড়েন।

ফেমেলির চাচাতো ভাই নূরুল ইসলাম বলেন আমার চাচাতো ভাই এই ফেমেলীর একমাত্র রুজি রোজগারের উপায় আমরা তাকে হারিয়ে অসহায় হয়েছি তার মা ও ২ ভাই স্রী পূত্র নিয়ে কঠিন
পরীক্ষার মধ্যে আছি। এবং সৌদি আরবে আলী হোসেনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন তার কফিল নিজেই লাশের সাথে আছেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top