IMG-20230517-WA0000.jpg

এস এম আবু বকর,দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি: দোয়ারাবাজারে খেলার মাঠ বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছেন এলাকাবাসী। মঙ্গলবার বিকেলে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের মান্নারগাঁও গ্রামের জামতলা খেলার মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এসময় এলাকাবাসী বলেন, শতবছরের পুরনো জামতলা খেলার মাঠটি গোপনে মান্নারগাঁও গ্রামের মৃত বসন্ত দাসের পুত্র পরমেশ্বর দাস পবন স্বামী স্ত্রীর নামে বন্দোবস্ত নিয়ে আসেন। এটি মান্নারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়েরও মাঠ। 

বক্তারা বলেন, পরমেশ্বর দাস ভূমিহীন নয়, তবুও তিনি কিভাবে বন্দোবস্ত পেলেন তা আমাদের বোধগম্য নয়। অবিলম্বে বন্দোবস্ত বাতিল করা না হলে এলাকাবাসী আন্দোলনের ডাক দেবে। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন বর্তমান ইউপি সদস্য দীপক দাস, মছদ্দর আলী, আহ্লাদ দাস, কৃপেশ দাস, অনীল দাস, শুকুর আলী, সমসের আলী, মোহররম আলী, বরুন দাস, নিবারন দাস, কালামন মিয়া, প্রতিন্দ্র দাস, শফিক মিয়া, হিরণ দাস, নাজিম উদ্দিন প্রমুখ।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top