গাজীপুরের শ্রীপুরে অতিরিক্ত রক্তক্ষরণে প্রসূতি মৃত্যুর অভিযোগ

received_965741208230141.jpeg

রিপোর্টার, মোঃ আব্দুল হামিদ:-
গাজীপুরের শ্রীপুর উপজেলায় আরেকটি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের পর কামরুন্নাহার (২৮) নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে নাগরিক ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে।।

নিহত ইসরাত জাহান ময়মনসিংহের পাগলা থানা এলাকার সাইফুল ইসলামের স্ত্রী কামরুন্নাহার (২৮)। ১৯ এপ্রিল শুক্রবার রাতে প্রসূতির স্বজনেরা তাকে ওই হাসপাতালে নিয়ে আসেন। রাত আনুমানিক ৮টার দিকে সিজারিয়ান আরেশন শুরু করেন চিকিৎসক। পরে রাত ২টার দিকে রোগীর স্বজনদের জানানো হয়, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে রোগীকে অন্যত্র নিতে হবে। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে চিকিৎসক ইসরাত জাহান ও হাসপাতাল মালিক জহিরুল ইসলামসহ অন্যরা সটকে পড়েন।

চিকিৎসকের অদক্ষতা এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলে প্রসূতির মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন নিহতের স্বজনেরা।

এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান বলেন, রোগীর ভাশুর দীদার মীর থানায় লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি আমলে নিয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top