ময়মনসিংহ প্রতিনিধি :
শহীদ জিয়া স্মৃতি সংসদের ময়মনসিংহ মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন মন্ডলের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।কমিটিতে ময়মনসিংন মহানগরের সভাপতি মো: সাদেকুর রহমান সাদেক ও মো: আনোয়ারুল কাদির কে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।নব নির্বাচিত কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- মো.মাহমুদুল হাসান সহ-সভাপতি, মো:শহিদুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান মো. শফিকুল ইসলাম তুষার।
নব নির্বাচিত কমিটির সভাপতি বলেন, আমি সাবেক জেলা ছাত্রদলের সহ -ক্রিয়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিতরাই কমিটিতে জায়গা পেয়েছে। ভবিষ্যতে বিএনপি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি ও আদর্শ তরুণ প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ।