দোয়ারাবাজারে সৌদি প্রবাসী জাহাঙ্গীর হোসাইনের ওয়ালিয়া অনুষ্ঠান সম্পূর্ণ 

received_380564804354958.jpeg

মোঃ আবু বকর,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:-

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাশতলা গ্রামের  আবুল হাসিমের দ্বিতীয় পুত্র  সৌদি প্রবাসী মোঃ জাহাঙ্গীর হোসাইনের শুভ বিবাহ’র”পর দিন পাত্রের  নিজ বাড়ীতে ওয়ালিমা অনুষ্ঠান পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ডিশেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত পাত্র সৌদি প্রবাসী জাহাঙ্গীর হোসাইন এর বাড়ীতে ওয়ালিমা অনুষ্ঠানে এলাকার বিভিন্ন দাওয়াতি মেহমান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ কন্যার বাড়ীর আত্বীয় স্বজনদের  খাওয়া দাওয়া মেহমানদারীর আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করা হয়েছে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল হোসাইন, এ পি পি  এড ভোকেট সাইদুর রহমান, প্রফেসর  আব্দুল জলিল, এড-ভোকেট আব্দুল কাইয়ুম, ৫নং  ওয়ার্ড মেম্বার আলামিন,সহ প্রমুখ।

পাত্র সৌদি প্রবাসী জাহাঙ্গীর হোসাইন বলেন,আজকের এইদিনটি আমার জীবনের বিশেষ একটি দিন।তিনি  আরো বলেন আমার দাম্পত্য জীবন যাথে সুখী ও আনন্দময় হয়  দেশবাসীর নিকট এই প্রত্যাশা করছি।এবং সকলেই  আমাদের জন্য দোয়া করবেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top