মোঃ জুয়েল রানা, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার তিতাস উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মান কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা সংলগ্ন হোমনা টু গৌরিপুর সড়কের পাশে ৩ কোটি ১৪ লাখ ৩৮ হাজার ৪২০ টাকা ব্যয়ে চার তলা বিশিষ্ট এ ভবন নির্মান কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী
এ সময় উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোর্শেদ, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, বীর মুক্তিযুদ্ধা আক্তারুজ্জামান নিজাম সিকদার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুন্সী মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো.নাছির উদ্দিন, শেখ ফরিদ প্রধান, ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোসলেম উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, মজিদপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান কিরন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান তুষারসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী।