মোঃ জুয়েল রানা, স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার তিতাস উপজেলায় শীতার্ত গরীব এতিম শিশুদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ১৬টি এতিমখানার তিন শতাধিক এতিমের হাতে কম্বলগুলো তুলে দেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।
এ সময় উপস্থিত ছিলেন, তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোর্শেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান উল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সেতারুজ্জামান, উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, সিনিয়র সহ-সভাপতি মুন্সী মজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো.নাছির উদ্দিন, শেখ ফরিদ প্রধান, ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোসলেম উদ্দিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, মজিদপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান কিরন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান তুষার ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী।