ডেমরার ডগাইর মৌজার ভুট্টো চত্তরে ভূমি দখলদার আওলাদ গংদের দৌরাত্ম

received_1009943499709535.jpeg

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর ডেমরা থানাধীন ডগাইর মৌজার নতুন পাড়া ভুট্টো চত্তরে মৃত আব্দুল কাদির ভূঁইয়া পৈত্রিক সূত্রে১৫ শতাংশ জমির আর এস রেকর্ড মুলমালিক। সি এস রেকর্ড তার দাদার নামে ও এস এ রেকর্ড তার মৃত বাবার নামে। এমতাবস্থায় মৃত আব্দুল কাদের ভূঁইয়ার ছেলে মোঃ নাসির উদ্দিন ভূঁইয়ার দখল কৃত জমিতে মাটি ভরাট করে বাড়ি নির্মাণ করতে চাইলে আওলাদের সন্ত্রাসী বাহিনীর লোকজন @ রফিকুল ইসলাম @ আব্দুল কাদের আলী মিয়া @ ইয়াছিন মিয়া @ মোঃ ছানাউল্লাহ মিয়া, আওলাদ, @ আতিকুল শাহীন সহ গংরা জমির মালিক নাসির উদ্দিন ভূঁইয়া ও তার লোকদেরকে বাড়ি নির্মাণ করতে চাইলে বিভিন্ন রকমের হুমকি ধামকি দিয়ে তাড়িয়ে দেয়। এ ব্যপারে আসামিদের বিরুদ্ধে বাদী হয়ে বিজ্ঞ আদালতে ভূমি সংক্রান্ত একটি মামলা করেন। কিন্তু তাদের হাত এতই শক্তিশালী যে মামলা থাকার পরেও রক্ষা পাচ্ছে না ভুক্তভোগী জমির মালিক মোঃ নাসির উদ্দিন ভূঁইয়া।

সারে জমিনে গিয়ে দেখা যায় অভিযুক্ত আওলাদ গং জামির মালিকানার লিখিত লোহার সাইনবোর্ডটি হ্যাকসো ব্লেড দিয়ে কেটে সাইনবোর্ডটি নিয়ে যায়। তাদের বিরুদ্ধে ডেমরা থানায় একটি মামলা দায়ের করেন । আসামিগন জমির কাগজপত্র ভূমি কার্যালয়ের কর্মকর্তার যোগসাজশে জাল দলিল করে জমি দখল করে নিয়ে যায়। জমির মালিক মোঃ নাসির উদ্দিন ভূঁইয়া তার জমিতে গেলেও দেওয়া হচ্ছে নানান ধরনের হুমকি ধামকি।

জমির মালিক মোঃ নাসির উদ্দিন ভূঁইয়া বলেন, এই গংদের সঙ্গে ভূমি কর্মকর্তাদের অনেকের যোগাযোগ আছে। তা না হলে আমার জমি কিভাবে জাল দলিল করে দখল করে আমি এই গংদের বিরুদ্ধে আদালতে মামলা করছি এবং তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি করছি।

সহকারী কমিশনার (ভূমি) বলেন, মৌখিকভাবে বিষয়টি শুনেছি। আমরা সবসময়ই এর বিরুদ্ধে কঠোর অবস্থানে আছি। খোঁজ-খবর নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top