মোঃলিটন মাহমুদ ,মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে মাথায় চুন-পানি ও ঝাড় ফুঁক দিয়ে জন্ডিস, বন্ধাত্ত, জিন-ভুতের আছর তাড়ানো থেকে শুরু করে বিভিন্ন জটিল রোগের চিকিৎসার নামে মানুষের সাথে চলছে প্রতারণা। উন্নত চিকিৎসা বিজ্ঞানের যুগে এসেও কবিরাজ ও ফকিরের ঝাড়ফুঁকের দ্বারস্থ হন অনেক মানুষ। হাতুড়ে ডাক্তার, কবিরাজ ও ফকিরের ঝাড়ফুঁকের ওপর তাদের আস্থা কমছেনা। গ্রামের সহজ-সরল সাধারণ মানুষদের বোকা বানিয়ে দীর্ঘদিন যাবত প্রতারণা চালিয়ে যাচ্ছে উপজেলার আমতলী গ্রামের আব্দুর রহমান নামের এক ব্যক্তি। তিনি তার বাড়িতে সাইনবোর্ড ঝুলিয়ে লিখে রেখেছেন জন্ডিসের চিকিৎসা সহ অন্যান্য রোগের চিকিৎসা দেয়া হয়। শুধু আব্দুর রহমান ই নয় সে ছাড়াও স্থানীয় আরো কয়েকজনের বাড়িতে চলে এসব হাত ধোয়ার বাণিজ্য।
গত রোববার (২৫ ডিসেম্বর) উপজেলার আমতলী গ্রামে গিয়ে দেখা যায় সাইনবোর্ডধারী আব্দুর রহমানের বাড়ির আঙিনায় হাত ধোয়া ও গোসল করার ব্যবস্থা করে রাখা হয়েছে। রোগীদের শরীরে ঝাড়ফুঁক সহ মাথায় চুন ও পানি দিয়ে ধুয়ে দিচ্ছে।
স্থানীয়রা বলছে, প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মানুষজন আসছে। চিকিৎসার নামে প্রতারনা করে আসছে আমতলী এলাকার আব্দুর রহমান। তার স্ত্রীও করে হাত ধোয়ার কাজ। এছাড়াও স্বামী-স্ত্রীর অমিল, নিঃসন্তান, বিবাহ হচ্ছেনা, প্রেমের সম্পর্ক সহ বিভিন্ন ধরনের চিকিৎসার নামে ভাঁওতাবাজি করে থেকে।
ফকির আব্দুর রহমান বলেন, জন্ডিসের রোগীদের গোসল দেয়া হয়। সংসারে অশান্তি, বিবাহ বিচ্ছেদ, দুঃস্বপ্ন সহ বিভিন্ন ধরনের চিকিৎসা দেয়া হয়। বিফলে মূল্য ফেরতের নিশ্চয়তা দিয়ে এসব চিকিৎসা দেয়া হয়।