বারবার ক্ষমা প্রার্থনা করেও শেষ রক্ষা হলো না ভুক্তভোগী দোকানদারের-

received_6998677100226559.jpeg

মোঃ নুর নবী চৌধুরী (সম্রাট),নোয়াখালী প্রতিনিধি:

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল কোম্পানীগঞ্জের চরএলাহী গাংচিলে আশা বাজারে দেশীয় অস্ত্র নিয়ে একটি দোকানে হামলা চালায় একদল দেশীয় অস্ত্রধারী যুবক দল।

এসংক্রান্ত ২ মিনিট ৫১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
ভিডিও তে দেখা যায়,,ঐ যুবকেরা দেশীয় অস্ত্র হাতে দোকানে থাকা লোকজনকে বারবার কোপানোর চেষ্টা করছে।

দোকানের ভিতরে থাকা লোকজন বারবার মাফ চাই ,,মাফ করে দাও বললেও দেশীয় অস্ত্র হাতে থাকা সংঘবদ্ধ ঐ যুবকদের মন নরম হয়নি।বরং তারা আরো বেপরোয়া হয়ে উঠে।
এসময় তাদের ধারালো অস্ত্রের আঘাতে সত্তরোর্ধ বৃদ্ধসহ প্রায় ৭ জন আহত হয়।

যে জনপদ নিয়ে উপন্যাস ,চলচিত্র কত কি হলো। সে জনপদে এ ভয়ানক দৈত্যরা কারা?

এদের বেপোরোয়া আচরনের খুঁটির উৎস কোথায়?
প্রশাসনের নিকট এলাকাবাসীর অনুরোধ,,এদের দ্রুত আইনের আওতায় আনা হোক। আইনের আওতায় এনে এদের
কঠিন শাস্তি নিশ্চিত করা হোক।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top