বাকেরগঞ্জ প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মনোনয়নপত্র দাখিল করেছেন মেজর জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ মল্লিক।
বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ইং ব্যালা ০১: টায় বাকেরগঞ্জ সহকারী রিটানিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীলের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী
মেজর জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ মল্লিক।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগ সিনিয়র যুগ্ম -সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সিনিয়র সদস্য ডক্টর মোয়াজ্জেম হোসেন মাতুব্বর আমিনুল, ৬ নং ফরিদপুর ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান শফি, ১০নং গারুরিয়া ইউপি সাবেক চেয়ারম্যান এস এম জুলফিকার হায়দার, পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সেলিম রেজা,সাবেক ছাত্রনেতা ইমাম হোসেন সিকদার সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।