অষ্টম বারের মতো আ. লীগের মনোনয়ন পেলেন এমপি মানিক

received_263886370002397.jpeg

দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি :-
২২৮ সুনামগঞ্জ -৫ ছাতক দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এমপি কে অষ্টম বারেরমতো নৌকা প্রতীক পাওয়ায় আওয়ামী লীগের দলীয় নেতা কর্মিরা হাজার হাজার মটরসাইকেল যুগে আনন্দ মিছিল নিয়ে সিলেট গোবিন্দগঞ্জ সেতুর উপর দুই উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন।

বুধবার (২৯শে নভেম্বর) দুপুরে দলীয় নেতা কর্মীরা মুহিবুর রহমান মানিক এমপি কে সিলেটের বাসভবন থেকে মটর শুভযাত্রা করে ছাতকের বাসভবনে পৌচান।এসময় তিনিকে গোবিন্দগঞ্জ সেতুর উপর আশার পর রাস্তার দুই পাশ্বে কর্মি সমর্থকরা মুহিবুর রহমান মানিক এমপি কে ফুল ছিঁটিয়ে অব্যার্থনা জানান।

সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেন, ‘মানুষের ভালোবাসাই আমার শক্তি। আমার বিরুদ্ধে নানা সময় ষড়যন্ত্র করেও তারা সফল হয়নি, বারবার জনতার কাছে পরাজিত হয়েছে।’
আমি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তাঁর নেতৃত্বাধীন সংসদের একজন সদস্য হিসেবে এলাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন করে তাঁর জনপ্রিয়তা ও নেতৃত্বকে তৃণমূলে তুলে ধরেছি।

তিনি আরো বলেন, ‘ তৃণমূল আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের অকুণ্ঠ সমর্থনের ফসল হিসেবে বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি দেশনেত্রী শেখা হাসিনা অষ্টম বারের মতো আমাকে নৌকার মনোনয়ন দিয়ে ভরসা করেছেন। আমি আশাবাদী এবারও সর্বস্থরের জনগন বিপুল ভোটে আমাকে নির্বাচিত করে তাদের সেবা করার সুযোগ দিবেন।এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগেের আহ্বায়ক  অধ্যক্ষ ইদ্রীস আলী বীর প্রতীক, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান,ছাতক উপজেলা আওয়ামী লীগেের আহ্বায়ক সাবেক মেয়র আব্দুল ওয়াহিদ মজনু,দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু,যুগ্ন আহ্বায়ক সৈয়দ আহমেদ,যুগ্ন আহবায়ক হাজী আব্দুল খালেক, বোগলা ইউনিয়ন যুবলীগের সভাপতি বুলবুল আহমদ, উপজেলা আওয়ামী লীগেের আহবায়ক কমিটির সদস্য কয়ছর আহমেদ চৌঃ,কাজী আনোয়ার মিয়া আনু,আহাম্মদ আলী আপন,মানিক মিয়া,মান্নারগাও ইউপি চেয়ারম্যান ইজ্জত আলী তালুক্দার,মুক্তিযোদ্বা সন্তান কমান্ডার বশির আহমদ,মিজানুর রহমান,মতক্কিন আলী,আওয়ামীমীগ,যুবলীগ, ছাত্রলীগ,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top